ব্রেকিং নিউজ- দুবাইয়ে ৪৭ তলা ভবনে ভ’য়াবহ আগুন !!
বি’ধ্বংসী আগুন লাগল আমিরাতের শারজার একটি আবাসিক বিল্ডিং-এ। জানা যাচ্ছে এল নাহদার একটি অ্যাবকো টাওয়ারে এই বিধংসী আগুন লেগেছে। সংবাদ মাধ্যম গালফ নিউজের বরাতে জানা যায়, আগুন লাগার সঙ্গে সঙ্গেই ৪৭তলা বিশিষ্ট আবকো টাওয়ার থেকে সকল বাসিন্দাদের সরিয়ে নিরাপদ স্থানে নেয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে খালিদ টাইমস জানায়, ভবনটির সঙ্গে থাকা ব্যাঙলোর রেস্টুরেন্ট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। পার্শ্ববর্তী মিনা ফায়ার স্টেশন থেকে আল নাহদায় আবকো টাওয়ারের উদ্দেশ্যে রাত আনুমানিক ৯টা ৪৫-এ ফায়ারসার্ভিসের সাহায্য পাঠানো হয়।এক ঘটনায় এপর্যন্ত ৭জন আহত হবার খবর পাওয়া গিয়েছে।