ব্রেকিং: সিরিয়া-ই’রাক সীমান্তে হা’মলা !!
গত ৩ জানুয়ারি ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনী একপাক্ষিক হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস্ বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।
ইরান এরই মধ্যে এ ঘটনার জন্য ই’রাকে মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে ১৫টি মিসাইল ছুঁড়েছে। এতে করে যুক্তরাষ্ট্রের ‘৮০ সন্ত্রাসী’ হত্যা করা হয়েছে বলে দাবি করছে ইরান।এমতাবস্তায়, পার্স টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়া-ইরাক সীমান্তে ইসরায়েলি হামলায় পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির ৮ যোদ্ধা নিহত হয়েছেন।
এই বিষয়ে ব্রিটেনভিত্তিক একটি মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, শুক্রবার সকালের দিকে ইসরায়েলি বিমান থেকে সিরিয়ার পূর্বাঞ্চলীয় এলাকায় বেশকিছু ট্রাক ও অস্ত্র গুদামে হামলা চালানো হয়। এতে হাশদ আশ-শাবির ৮ যোদ্ধা নিহত হয়েছেন।