বড়ভাইকে বাঁচাতে কিডনি দিলেন ছোটভাই! ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা
তার ছোট ভাই সুনামগঞ্জের জগন্নাথপুরে তার বড় ভাইকে বাঁচাতে তার কিডনি দান করেছিলেন। সফল অস্ত্রোপচারের পর দুই ভাই বর্তমানে ঢাকার কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন।
ভাইয়ের জন্য ভাইয়ের এমন উদাহরণ স্থাপন করে বিষয়টি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোড়ন সৃষ্টি করেছে।
জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ভালিশ্রী গ্রামের মৃত জহির আলীর তিন ছেলে। বড়টি যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করছে। কোরানের দ্বিতীয় পুত্র হাফেজ রুহুল আমিন গৃহস্থালির কাজ করতেন। ছোট ছেলে শোয়েব আহমেদ সিলেটের মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র।
পরিবারের সদস্যরা জানান, গত বছর হাফেজ রুহুল আমিন হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন পরীক্ষা -নিরীক্ষার পর কিডনির সমস্যা ধরা পড়ে। পরে তিনি ঢাকার কিডনি ফাউন্ডেশন হাসপাতালে গত ছয় মাস ধরে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন।
চিকিৎসকরা জানান, তার উভয় কিডনিই নষ্ট হয়ে গেছে এবং রুহুল আমিনকে অবিলম্বে কিডনি প্রতিস্থাপন করতে বলেন। এমন দু:সংবাদে পরিবারটি বিধ্বস্ত হয়েছিল। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার ছোট ভাই শোয়েব আহমেদকে বাঁচাতে পাশে দাঁড়ায়। শোয়েব জানান, তিনি স্বেচ্ছায় একটি কিডনি দান করেছেন।
এদিকে, ভাইয়ের প্রতি ভাইয়ের এমন উদার ভালোবাসা লক্ষ লক্ষ মানুষের মনে তার ছাপ রেখে গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সাড়া জাগিয়েছে।