বড় স্কোরের ইঙ্গিত দিয়েই লাঞ্চ বিরতিতে ভারত !!
ভারত-বাংলাদেশ ঐতিহাসিক ইডেন টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১০৬ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ দল। ভারতীয় পেসারদের বোলিং তাণ্ডবের সামনে দাঁড়াতেই পারেনি টাইগার ব্যাটসম্যানরা।
জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৭৪ রান করে প্রথম দিন শেষ করেছিল ভারত। কোহলি ৫৯ ও রাহানে ২৩ রানে অপরাজিত থেকে আজ দ্বিতীয় দিন শুরু করে। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে হাফসেঞ্চুরির দেখা পান রাহানে।
হাফসেঞ্চুরি হাঁকিয়েই সাঝঘরে ফিরেন তিনি। ৫১ রান করে এবাদতের হাতে তালুবন্ধি হয়ে তাইজুলের বলে ফিরেন তিনি। অন্যদিকে সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। প্রথম ভারতীয় হিসেবে গোলাপি বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি।
কোহলির সঙ্গে দলের রানের চাকা এগিয়ে নিতে থাকেন জাদেজা। বড় স্কোরের ইঙ্গিত দিয়েই মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে ভারত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৭৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৯ রান। ১৮৩ রানের লিড নিয়েছে ভারত।