ভবনের উপর আছড়ে পড়ল বিমান, নিহত ৮ (ভিডিও সহ)
একটি বিল্ডিংয়ে একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে আটজন নিহত হন। রবিবার বিবিসি জানিয়েছে, ইতালির মিলানে দুর্ঘটনাটি ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়, বেসরকারি বিমানটি মিলানের লিনেট বিমানবন্দর থেকে সার্ডিনিয়ার দিকে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি মিলানের উপকণ্ঠে একটি ফাঁকা দোতলা ভবনে বিধ্বস্ত হয়। এতে আটজন নিহত হয়। নিহতরা সবাই বিমানের যাত্রী ছিলেন।
স্থানীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, বিমানে থাকা সব যাত্রীই ছিলেন ফরাসি নাগরিক। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছু বলেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা প্রথমে বিকট শব্দ শুনতে পান। তারপর আগুন লাগল। আগুন লাগার পর আকাশে ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে ভবনের আশেপাশের কেউ হতাহত হয়নি।
স্থানীয় বাসিন্দা জিউসেপ বলেন, তিনি প্রথমে আকাশে একটি ইঞ্জিন থামার শব্দ শুনেছেন। প্রায় অবিলম্বে একটি বিকট বিস্ফোরণের শব্দ পান। বিস্ফোরণের প্রভাবে তার ঘরের জানালা কাঁপছিল। তারপর তিনি জানালা খুলে দেখলেন আকাশে ধোঁয়া উড়ছে।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ভবনের সামনে পার্ক করা বেশ কয়েকটি যানবাহনেও আগুন ধরে যায়। পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।