ভয়াবহ ভূমিধ্ব’সে উগান্ডায় ১৬ জনের মৃত্যু !!
উগান্ডায় ভারী বৃষ্টিপাতে ভূমিধ্ব’সে দুই শিশুসহ ১৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল (রোববার) এক টুইট বার্তায় মানবাধিকার সংস্থা রেড ক্রস এ তথ্য জানায়।
দেশটির পশ্চিমাঞ্চলের বুন্দিবোগয়া অঞ্চলে হতাহতের এই ঘটনা ঘটেছে। এছাড়া নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। বৃষ্টির পানিতে বাড়ি-ঘর তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সেখানকার বাসিন্দারা।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্ট হওয়ায় অনেকে নিখোঁজ হয়ে পড়ে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় সেখানকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, পুলিশ, সেনা ও দাতব্য সংস্থাগুলো নিখোঁজদের উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। রেডক্রসের মতে, আকস্মিক বন্যায় অনেক বাড়িঘর তলিয়ে গেছে। ভারী বৃষ্টির কারণে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছা সম্ভব হচ্ছে না। পাহাড় অঞ্চলে অনেক মৃতদেহ মাটি চাপা পড়ে আছে।
চলতি মাসে পূর্ব আফ্রিকার অনেক দেশ মারাত্মক বন্যার শিকার হয়েছে। বন্যায় শত শত মানুষের মৃত্যু ও লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।