ভারতের কা’রাগারে পাঁচ বাংলাদেশিকে পাঠাল বি’এস’এফ !!
রাজশাহীর গোদাগাড়ী সী’মান্ত থেকে গতকাল ধরে নিয়ে যাওয়া পাঁচ বাংলাদেশিকে ফেরত দেয়নি ভারতীয় সী’মান্তর’ক্ষী বা’হিনী বি’এস’এফ। তাদের বি’রুদ্ধে মা’মলা দিয়ে ভারতীয় কা’রাগারে পাঠানো হয়েছে।শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাঁচ বাংলাদেশিকে অনুপ্র’বেশের দায়ে আদালতে নেয়ার কথা জানায় বি’এস’এফ। এর আগে শুক্রবার বিকেলে গোদাগাড়ী উপজেলার খরচাকা সী’মান্ত থেকে চার বাংলাদেশিকে ধ’রে নিয়ে যায় তারা।
তারা হলেন পবা উপজেলার গহমাবোনা গ্রামের রাজন হোসেন (২৫), সোহেল রানা (২৭), কাবিল হোসেন (২৫), শাহীন আলী (৩৫) ও শফিকুল ইসলাম (৩০)। তারা পেশায় জেলে। পদ্মায় মাছ শি’কারের উদ্দেশ্যে যান তারা।
বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, শুক্রবার পদ্মানদী থেকে ধরে নিয়ে যাওয়া পাঁচ জেলের মু’ক্তি চেয়ে বি’এস’এফ’কে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। কিন্তু এতে সাড়া দেয়নি তারা। পরে বি’এস’এফের পক্ষ থেকে জানানো হয় শনিবার সকাল সাড়ে ১০টায় নির্মল চরের সীমান্ত পিলার নং ৫৩/২/এস-এর কাছে পতাকা বৈঠক হবে। বি’এস’এফের প্রতিশ্রুতি অনুযায়ী বিজিবির প্রতিনিধি দল সেখানে হাজির হলেও আসেনি বিএসএফ। ফলে বিজিবিকে শূন্যহাতেই ফিরতে হয়।
পরে আবারও বিকেল সাড়ে ৪টায় পতাকা বৈঠকের বসার প্রতিশ্রুতি দেয় বি’এসএফ। পতাকা বৈঠকে এসে বি’এসএফ বিজিবিকে জানায় অনুপ্র’বেশের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে পুলিশে সো’পর্দ করা হয়। তাদের বি’রুদ্ধে মা’মলা হয়েছে।
তবে বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে অ’নুপ্রবেশ করে বি’এস’এফ পাঁচ জেলেকে পদ্মা নদী থেকে ধরে নিয়ে গেছে। জবাবে কেবল দুঃখপ্র’কাশ করেছে বি’এস’এফ।