ভারতের নাগরিকত্ব আইন বাংলাদেশের জন্যে হুমকি: মির্জা ফখরুল !!
ভারতের লোকসভা ও রাজ্যসভায় পাশ হওয়া নতুন নাগরিকত্ব আইন পুরো উপমহাদেশেই সংঘাত সৃষ্টি করবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আইনকে ‘সাম্প্রদায়িক আইন’ হিসেবে অভিহিত করে মির্জা ফখরুল বলেন, ভারতের নাগরিকত্ব আইনের প্রভাব বাংলাদেশেও পড়বে। এই আইন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্যে হুমকিস্বরূপ। শনিবার (১৪ ডিসেম্বর) বুদ্ধিজীবী শহীদ মিনারে তাঁদের শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন।
নাগরিকত্ব আইনের ফলে ১৯৭১ সালের ২৫ মার্চের আগে বাংলাদেশ থেকে যাঁরা ভারতে গেছেন, তাঁরা নাগরিকত্ব পাবেন বলে নাগরিকপঞ্জিতে বলা হয়েছে। তা ছাড়া বাংলাদেশ থেকে যাওয়া মুসলিমরা নাগরিকত্ব পাবেন না বলেও নতুন নাগরিকত্ব আইনে উল্লেখ করা হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, ভারতের আইনের কারণে বাংলাদেশে শুধু নয়, সমগ্র উপমহাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করবে, সংঘাতের সৃষ্টি করবে। শহীদ বুদ্ধিজীবী দিবসের কথা স্মরণ করে ফখরুল বলেন, ‘আজকে এই দিনে আমাদের শহীদ বুদ্ধিজীবীদের পথ অনুসরণ করে দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা আমাদের সংগ্রামের গতি আরও বাড়াব। সংগ্রামকে আরও বেগবান করব।’
সূত্রঃ বিডি২৪লাইভ