ভারতের বিভিন্ন রাজ্য ভ্রমণে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সর্তকতা জারি !!
ভারতে নাগরিকত্ব আইন সংশোধনের প্রতিবাদে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে চলছে তুমুল বিক্ষোভ। বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশটির অন্যান্য এলাকায়ও। আসাম, মেঘালয়, গুয়াহাটিসহ উত্তর-পূর্ব ভারত ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডা। ওইসব অঞ্চলে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তিন দেশের নাগরিকদের।
বৃহস্পতিবার রাতে নাগরিক বিলে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ-এর সইয়ের পরই দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। ভারতের এ পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে আন্তর্জাতিক মহলও। বুধবার আসামে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের গাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা।
আগামী সপ্তাহে গুয়াহাটিতে নরেন্দ্র মোদির সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের বৈঠক বাতিল করেছে জাপান। জাপানের প্রধানমন্ত্রীর ভারত সফরও বাতিল করা হয়েছে। পশ্চিমবঙ্গের পর এবার দিল্লি, পাঞ্জাব, ছত্তিশগড়, কেরালা ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীরাও বলেছেন, মোদি সরকারের নতুন নাগরিকত্ব আইন কোনভাবেই তাদের রাজ্যে প্রয়োগ হতে দেবেন না।