‘ভারতের ৯৯ শতাংশ মুসলিমই ধর্মান্তরিত’ !!
‘ভারতের তো সর্বত্র ভগবান বিরাজ করে। খ্রিস্টানদের যেমন পবিত্র ভ্যাটিকানের ক্যাথলিক চার্চ আছে। মুসলিমদের মক্কা আছে। তেমনই হিন্দুদের পবিত্রতম মন্দির হিসাবে গড়ে উঠবে অযোধ্যার রামমন্দির,’বলেছেন ভারতের বিখ্যাত ধর্মগুরু রামদেব। ঐতিহাসিক বাবরি মসজিদের রায় নিয়ে তিনি একথা বলেন।
রাম মন্দির গড়ার ক্ষেত্রে দেশের মুসলিম সম্প্রদায়কেও এগিয়ে আসার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘হতে পারে মুসলিমদের ধর্ম আলাদা কিন্তু আমাদের পূর্বপুরুষ তো একই ছিলেন। সেই জন্যেই ভগবান রাম একজন হিন্দুর কাছে যেমন পূজনীয় ঠিক সেই ভাবেই একজন মুসলিমের কাছেও তিনি আদর্শ। দেশের অধিকাংশ মুসলিমই তো ধর্মান্তরিত মুসলিম। তাই দেশের মুসলিম ভাইদের সঙ্গে আমার ৯৯ শতাংশ ডিএনএ মিলে যাবে।’