ভারতে আ’টকা পড়েছেন প্রায় আড়াই হাজার বাংলাদেশি !!
ভারতে লক ডাউন উঠে না যাওয়া পর্যন্ত আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা সম্ভব নয়, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তবে তাদের সঙ্গে হটলাইন ও টেলিফোনের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাংলাদেশ হাইকমিশন। তাদের থাকা-খাওয়া ভারত সরকার নিশ্চিত করছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী লক ডাউনে ভারতে চিকিৎসা এবং অন্যান্য কাজে গিয়ে আটকা পড়েছেন প্রায় আড়াই হাজার বাংলাদেশি। তাদের ফিরিয়ে আনার বিষয়ে টেলিফোনে পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতে লকডাউন উঠে গেলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
আটকেপড়া বাংলাদেশিদের থাকা খাওয়া ভারত নিশ্চিত করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে শুক্রবার কোলকাতা হয়ে সড়কপথে দেশে ফেরা ৪৫ জনের কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।
সূত্রঃ ডিবিসি