ভারতে নাগরিকত্ব পেতে দিতে হবে ধর্মের প্রমাণ !!
নাগরিকত্ব আইনের মাধ্যমে ভারতের নাগরিকত্ব পেতে হলে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘুদের ধর্মের প্রমাণ দিতে হবে বলে জানিয়েছে মোদি সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক কর্মকর্তার সূত্রের বরাত জানা যায়, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগ পর্যন্ত যে সব মুসলিম, হিন্দু, শিখ, খ্রিষ্টান, বৌদ্ধ, জৈন বিশ্বাসীরা ভারতে এসেছেন শুধু তারাই নাগরিকত্ব পাওয়ার আবেদন করতে পারবেন। যারা নাগরিকত্ব পেতে চান তাদেরকে ধর্ম প্রমাণ করার জন্য কিছু নিয়মাবলী আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি।
ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধনের মাধ্যমে প্রথমবারের মত ধর্মকে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার নির্ধারক হিসেবে রাখা হয়েছে। নাগরিকত্ব আইন (সিএএন) সংশোধন করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দুসহ কয়েকটি ধর্মাবলম্বীদের ভারত তাদের দেশের নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দিয়েছে।