ভারত থেকে দেশে ফিরলেন আরো ১৩০ বাংলাদেশি !!
করোনাভা’ইরাসের কারণে ভারতে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরছেন। গত কয়েকদিনের মত আজ ভারতের রাজধানী দিল্লিতে আটকে পড়া আরো ১৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন। দিল্লি থেকে ১৩০ যাত্রীকে ফিরিয়ে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (০৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ১৩০ বাংলাদেশিকে নিয়ে বিমানের বিশেষ চাটার্ড ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
দিল্লি থেকে আসা ১৩০ জন যাত্রীর সবাই হেলথ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন। যার ফলে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এর আগে গত রোববার (০৩ মে) কলকাতা ও মুম্বাই থেকে দুই ফ্লাইটে ২৩১ জন দেশে ফিরেন।এর আগে শনিবার (০২ মে) দিল্লি থেকে ১৫১ ও শুক্রবার (০১ মে) কলকাতা থেকে ৭৩ জন বাংলাদেশি দেশে ফিরেন।