ভারত থেকে দেশে ফিরলেন আরো ৭৪ বাংলাদেশি !!
করোনাভা’ইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন করা হয় ভারত। এমন পরিস্থিতিতে সেখানে আটকে পড়ে কয়েকশ বাংলাদেশ। তবে বিশেষ ফ্লাইটের মাধ্যমে ভারতে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরছেন।
শুক্রবার (২২ মে) কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৭৪ বাংলাদেশি। বিকাল ৪টায় ৭৪ বাংলাদেশিদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।
বিষয়টি নিশ্চিত করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ভারত থেকে আসা বাংলাদেশিরা স্বাস্থ্য সনদ নিয়ে এসেছেন। তাদের কারো দেহে করোনাভা’ইরাসের সংক্রমণ নেই। তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
সূত্র- বিডি২৪রিপোর্ট