ভারত থেকে দেশে ফিরলেন ৩৯ বাংলাদেশি !!
করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরছেন। করোনার কারণে লকডাউন রয়েছে ভারত। যার ফলে সেখানে আটকে পড়া বাংলাদেশিরা বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন।
রোববার (৩১ মে) ভারতের কলকাতা থেকে দেশে ফিরেছেন ৩৯ জন। আজ বিকেল ৫টা ১৮ মিনিটে বাংলাদেশি নভোএয়ারের বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
নভোএয়ার থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার কলকাতার স্থানীয় সময় বিকেল ৩টা ৫৭ মিনিটে প্লেনটি ছেড়ে স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে ঢাকায় পৌঁছে।