ভারত থেকে শতশত মানুষ ঢুকছে বাংলাদেশে !!
ভারতের আসামের পর বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতের পশ্চিমবঙ্গেও জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। ফলে দেশটি থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সংখ্যা হঠাৎ করেই বেড়েছে। প্রায় প্রতিদিনই ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে মানুষ। গত দুই সপ্তাহে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার সময় কমপক্ষে দুই শতাধিক ভারতীয় নাগরিককে আটক করেছে খালিশপুরস্থ ৫৮ বিজিবির সদস্যরা।
এ ব্যাপারে বিজিবি জানিয়েছে, আটককৃতদের বেশির ভাগই ভারতীয় বাঙালি মুসলমান। তারা এনআরসি আতঙ্ক ও স্থানীয়ভাবে নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়ছেন বলে জানিয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলেও কোনোভাবেই তারা ভারতে ফেরত যেতে চাইছেন না।
এদিকে বিজিবি সূত্র জানায়, মহেশপুরের জলুলী, পলিয়ানপুর, খোসালপুর সীমান্ত দিয়ে গত ১৫ দিনে ৭৫ নারী, ৬৪ পুরুষ ও ৬৪ শিশু বাংলাদেশে প্রবেশ করায় আটক করা হয়। নভেম্বরের ১৫ দিনে ১৫৭ জন অনুপবেশকারীকে মহেশপুর থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়। এর মধ্যে ১৩ নভেম্বর ৩৩ জন ও ১৪ নভেম্বর ৪৯ জনসহ মোট ৮২ জনকে আটক করেছে বিজিবি। সর্বশেষ গতকাল মঙ্গলবার আটক হয় আরও চারজন।
এ বিষয়ে বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান বলেন, ‘স্থানীয়দের নির্যাতনের মুখে ভারতে থাকা বাঙালি মুসলমানরা বিজিবির চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। তবে বিজিবির কড়া নজর রাখছে সীমান্তে। এখন পর্যন্ত যাদের আটক করা হয়েছে, তাদের থানার মাধ্যমে আদালতে এবং পরে কারাগারে পাঠানো হয়ছে।’
এ ব্যাপারে মহেশপুর থানার ওসি রাশেদুল আলম বলেন, ‘আটককৃতরা বাংলাদেশে থাকা আত্মীয়-স্বজনদের বাড়িতে বেড়াতে আসার অজুহাতে সীমান্ত পেরিয়ে এ দেশে ঢোকার চেষ্টা করছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, ‘গত শনিবার থেকে প্রচুর সংখ্যক নারী-পুরুষ মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক হচ্ছেন। আটকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর পর তাদের সঙ্গে আমরা কথা বলেছি।’