ভিসা কারচুপি, ১৫০ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র !!
ভিসা কারচুপি এবং অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার দায়ে ১৫০ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। বুধবার সকালে তাদের বহনকারী ফ্লাইটটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। কর্মকর্তাদের বরাতে নয়াদিল্লিভিত্তিক টেলিভিশন এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র বিশেষ একটি বিমানে করে দেশটিতে অবৈধভাবে অবস্থারত এসব ভারতীয়কে দেশে ফেরত পাঠায়। ওয়াশিংটন থেকে বাংলাদেশ হয়ে বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে দিল্লি বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে ফ্লাইটটি অবতরণ করে।
এনডিটিভির দুপুর বারোটার এক প্রতিবেদনে বলা হচ্ছে, আনুমানিক ১৫০ জন ভারতীয় এখনো বিমানবন্দরে টার্মিনালে আছেন। তাদের কাগজপত্র পরীক্ষা করছে অভিবাসন কর্তৃপক্ষ। বিমানবন্দরের কর্মকর্তারা বলেন, এসব ভারতীয় নাগরিক যুক্তরাষ্ট্রের ভিসা নীতি লঙ্ঘন করেছেন কিংবা তারা দেশটিতে অবৈধভাবে বসবাস করছিলেন।
এর আগে গত ১৮ অক্টোর যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমান্ত লাগোয়া দেশ মেক্সিকোর অভিবাসন কর্তৃপক্ষ এক নারীসহ ৩০০ জন ভারতীয়কে ফেরত পাঠায়। এসন ভারতীয় নাগরিক মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করায় তাদের আটক করে ফেরত পাঠায় দেশটির সরকার।