ভ্রমণের সময়ও বিমানে কোরআন পড়েন মোহাম্মদ সালাহ !!
কুরআন মুসলমানদের প্রধান ধর্মগ্রন্থ। ইসলামী ইতিহাস অনুসারে দীর্ঘ তেইশ বছর ধরে খণ্ড খণ্ড অংশে হযরত মুহাম্মদ (সাঃ) এর নিকট অবতীর্ণ হয় পবিত্র কুরআন। একজন মুসলমান হিসেবে অবশ্যই আমাদের কুরআন পড়া উচিৎ। যুগ যুগ ধরে বহু মানুষ কোরআনের সেবা করে যাচ্ছেন। মিশরের ফুটবলার মোহাম্মদ সালাহ তাদেরই একজন।
অসাধারণ ব্যক্তিত্বে বারবারই অবাক করছেন মুসলাম মোহাম্মদ সালাহ। মাঠে এই ফুটবলারের নানা ধরণের ধর্মীয় আচার পালন করতে দেখা যায়। বিশেষত খেলা শুরুর আগে দোয়া করা কিংবা গোল দেয়ার পর তা নিয়ে আনন্দ প্রকাশের সময়।
এবার দেখা গেল কোরআন হাতে বিমানে উঠছেন মোহম্মদ সালাহ। পবিত্র কোরাআন হাতে ম্যাচের প্রস্তুতিতে যাচ্ছেন, মোহাম্মাদ সালাহ অবসর পেলেই কোরআন পড়েন। সেটা কোন বিমান ভ্রমন বা যাতায়াত বা অন্য কাজের ফাকেও।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মোহাম্মদ সালাহর মত কোরআনের সেবা করার তাওফিক দান করুন। আমিন।