মক্কায় রাম মন্দির তৈরির ঘোষণা দিয়ে গ্রেপ্তার ভারতীয় যুবক !!
এবার মুসলিমদের পবিত্র ভূমি সৌদি আরবের মক্কায় রাম মন্দির তৈরির ঘোষণা দিয়ে গ্রেপ্তার হয়েছেন ভারতের কর্নাটকের যুবক। সৌদি আরবের রাজা সালমানের বিরুদ্ধেও সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করেছেন ওই যুবক। তবে অভিযুক্তের দাবি, তাকে ফাঁসানো হয়েছে।
এদিকে সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শুধু দেশটির রাজার বিরুদ্ধেই আপত্তিজনক মন্তব্য করেননি, ফেসবুক অ্যাকাউন্ট থেকে মক্কায় রাম মন্দির তৈরির জন্য হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ারও ডাক দেন হরিশ বাঙ্গেরা নামের ওই ভারতীয় যুবক।
এদিকে অভিযুক্তের পরিবারের দাবি, হরিশের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ একেবারেই ভিত্তিহীন। সৌদি আরবে এসি মেকানিক হিসেবে কাজ করতেন কর্নাটকের ওই যুবক।
এ ব্যাপারে হরিশের স্ত্রী সুমনা জানিয়েছেন, তার স্বামী কেনো অপরাধ করেনি। তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর মন্তব্য পোস্ট করা হয়েছে। বিষয়টি জানার পরই ওই পোস্ট মুছে ক্ষমা চেয়ে নেন হরিশ। তারপরও তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার করার পর হরিশকে আল হাসরার আল ইউন থানায় রাখা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো চার্জশিট দেওয়া হয়নি।