মমতার কারণেই স’হিংসতা হচ্ছে – যা বললেন অমিত শাহ !!
রবিবার (১ মার্চ) পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে অমিত শাহ বলেছেন, মুখ্যমন্ত্রী মমতার কারণেই এখানে বি’ক্ষোভ হচ্ছে। স’হিংসতা হচ্ছে। তিনি অনুপ্রবেশকারীদের স্বার্থ দেখছেন না। তারা ভীত ও অবাঞ্ছিত। পাশের দেশ থেকে নি’র্যাতনের শিকার হয়ে এখানে এসেছে। মানবিক দিক চিন্তা করে আমরা কী তাদের নাগরিকত্ব দিতে পারি না?
সিএএ বিরোধীদের সতর্ক করে অমিত শাহ আরো বলেন, এই আইনে কোনো মুসলিম নাগরিকের নাগরিকত্ব যাবে না। কিন্তু এ বিষয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এর অন্যতম কারণ ভোটব্যাঙ্কের রাজনীতি। এসব বিভ্রান্তি ছড়িয়ে বামেরা নিজেদের ঝুলিতে সব ভোট নিয়ে নিচ্ছে।
এদিকে, শনিবার (২৯ ফেব্রুয়ারি) হুগলী জেলার পান্ডুয়া-তে এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করে বলেছন, ‘হিন্দু-মুসলিম-খ্রিষ্টানরা দাঙ্গা করে না, দাঙ্গা করে বিজেপি।’