মাইকিং করে ২৬০ টাকায় ইলিশ বিক্রি!
বরগুনার পৌর মাছ বাজারে মাইকিং করে ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৬০ টাকায়। বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে এমন চিত্র দেখা যায়।
ইলিশ বিক্রেতা মনির হোসেন জানান, সকালে ইলিশের দাম বেশি ছিল। রাতে ক্রেতা কম থাকায় কম দামে ইলিশ বিক্রি হচ্ছে। ২৮০ টাকায় প্রতি কেজি ইলিশের ৬ টি মাছ এবং প্রতি কেজি ইলিশের ৫ টি মাছ ৩০০ টাকায়। এই সপ্তাহে অনেকবার দেখা গেছে মাইকিং করে ইলিশ বিক্রি করতে। তবে মাছের আকার ছোট হওয়ায় দাম কিছুটা কম।
ইলিশের কম দামে ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করে বলেন, প্রতি সপ্তাহে মাছের দাম পরিবর্তিত হয়। যাইহোক, যেহেতু আমরা আগে মাছ কিনেছি, তাই বেশি দামে বিক্রি করতে হবে। যেগুলি কম দামে বিক্রি হচ্ছে সেগুলি মানের দিক বিবেচনা করে সঠিক নয়। আমাদের বেশি দামে বিক্রি করতে হবে কারণ আমাদের আরও বেশি কিছু কেনার আছে। তাই ক্রেতা আমাদের কাছে আসে না।
বরগুনা জেলা পাথরঘাটা উপজেলা মৎস্য অবতরণ-নৌবাহিনীর পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার এম লুৎফর রহমান জানান, গত মাসের শেষের দিকে বিপুল সংখ্যক ইলিশ জেলে সমুদ্রে ধরা পড়ছিল। এ কারণে ইলিশের দাম কমতে শুরু করেছে। গত বছরের তুলনায় ইলিশের দাম কম।
বরগুনা ভোক্তা সুরক্ষা বিভাগের কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, আমরা খবরটি শুনেছি। আমি তদন্ত করে মাছের মান দেখব। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।