মাওলানা সা’দকে নিয়ে ৫৬তম বিশ্ব ইজতেমা করতে চান অনুসারীরা !!
মাওলানা সা’দ কান্দলভিকে নিয়ে আগামী বছর ৫৬তম বিশ্ব ইজতেমা করতে চান তার অনুসারীরা। হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা নায়েবে আমির ও চট্টগ্রামের লালখান জমিয়াতুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী একথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘ভারতের নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা সা’দ কান্ধলভির কিছু বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সেসব বক্তব্যের ব্যাপারে একটি সমাধানে পৌঁছানোর পর আগামীতে ইজতেমায় তার যোগদানের পথ সুগম হবে বলে মনে করছেন তাবলিগের সাথিরা।’
ইজতেমার দ্বিতীয় পর্বের আমির প্রকৌশলী ওয়াসেফুল ইসলাম বলেন, ‘আমাদের মতানৈক্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইজতেমা । ধীরে ধীরে ইজতেমায় বিদেশি মুসল্লিরা কম আসছে। এভাবে চলতে থাকলে এটি আর বিশ্ব ইজতেমা থাকবে না । তখন এটি বাংলাদেশের ইজতেমায় পরিণত হবে। আগে যেখানে শতাধিক দেশ থেকে ২৫-৩০ হাজার বিদেশি মুসল্লিরা আসতো এখন দুই পর্বে মাত্র পাঁচ হাজারের মতো মুসল্লি এসেছেন। তাই ঐক্যবদ্ধ ইজতেমা খুব জরুরি।