BD Exam Result

মাত্র পাওয়া- এসএসসির পরীক্ষার ফলাফল প্রকাশ !!

প্রকাশিত হয়েছে এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল। আজ রোববার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে ফল তুলে দেন। এ সময় শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যশোর বোর্ডে পাসের হার ৮৭.৩১, জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৭৯.১০।

দুপুর ১১ টায় শিক্ষামন্ত্রী ফেসবুক লাইভে এসে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। এবার কেবল ওয়েবসাইট ও মুঠোফোনের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবে। যেসব পরীক্ষার্থী নির্ধারিত নিয়মে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে প্রাকনিবন্ধন করেছে, তাদের মুঠোফোন নম্বরে খুদে বার্তা পাঠিয়ে ফল জানিয়ে দেওয়া হবে। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। মোট পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে ২০ লাখ।

SSC and equivalent examination results have been published. Education Minister at 10 am on Sunday. Dipu Moni went to Ganobhaban and handed over the fruits to the Prime Minister. Senior officials of the Board of Education and the Ministry were present at the time. Jessore board pass rate is 87.31, GPA-5 got 13 thousand 764 people. The pass rate in Barisal board is 79.10.

At 11 pm, the Education Minister will come on Facebook Live and officially announce the results. This time students will be able to know the results only through the website and mobile phone. Candidates who have pre-registered by sending a text message on their mobile phone as per the prescribed rules, will be informed about the result by sending a text message on their mobile phone number. SSC and equivalent examinations were held last February. The total number of candidates was about 20 lakh.

J A Suhag

Local News: J A Suhag writes Local News articles for industries that want to see their Google search rankings surge. His articles have appeared in a number of sites. His articles focus on enlightening with informative Services sector needs. he holds the degree of Masters in Business and Marketing. Before he started writing, he experimented with various professions: computer programming, assistant marker, Digital marketing, and others. But his favorite job is writing that he is now doing full-time. Address: 44/8 - North Dhanmondi, Dhaka Email: [email protected]

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button