মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের জেল !!
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে পাঁচ বছর কারাদণ্ড দেয়া হয়েছে।অর্থ পাচার মামলায় বৃহস্পতিবার তার এই শাস্তি ঘোষণা করেন আদালত।
গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের আগ পর্যন্ত দীর্ঘ পাঁচ বছর ভারত মহাসাগরের দ্বীপদেশটিকে কঠোর হাতে শাসন করেন তিনি।
সেই সঙ্গে দুর্নীতি ও অর্থ পাচারের মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়েন। নির্বাচনে হেরে যাওয়ার আগেই এ নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে।
মামলার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে ৬৫ লাখ ডলারসহ তার কয়েকটি ব্যাংক হিসাব জব্দ করে সরকার। এএফপি