মালয়েশিয়ায় কোটি টাকার সিগারেটসহ ২ বাংলাদেশি আটক !!
মালয়েশিয়ার ইপোর উইসমা রানসোনের ওয়ারহাউজে অভিযান চালিয়ে ২ বাংলাদেশিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে সোমবার স্থানীয় সময় রাত সাড়ে দশটায় ইপো বিভাগের তাপাহ জেলার জালান স্টেশনে কাছে। বুধবার তাপাহ জেলা পুলিশ প্রধান ওয়ান আজহার উদ্দিন ওয়ান ইসমাইল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, কুয়ালালামপুর বুকিত আমান সিকিউরিটি এন্ড পাবলিক অর্ডার ডিপার্টমেন্টের স্পেশাল অভিযানে মালয় রিংগিত ৪,৩ মিলিয়ন মুল্যের দামি ব্র্যান্ডের ৫ হাজার ৮ শত ৫০ কাটুন সিগারেট জব্দ করা হয়।
এসময় আটক করা হয় স্থানীয় একজন নাগরিক এবং দুই জন বাংলাদেশিকে। আটককৃতদের বয়স ২০ থেকে ৪৭ বছর। তবে সংবাদ সম্মেলনে আটক বাংলাদেশীদের নাম প্রকাশ করা হয়নি। আটককৃতদের বিরুদ্ধে সেকশন ১৩৫ ধারায় ১ এবং কাস্টমস আইনের ১৯৬৭ ধারায় গ্রেফতার করা হয়েছে।