মালয়েশিয়াতে বাংলাদেশি যুবকের ৯ মাসের কারাদণ্ড!
অন্য একজনের পাসপোর্ট নম্বর দিয়ে করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য মালয়েশিয়ায় গ্রেফতার হওয়া বাংলাদেশি যুবক মো। সাদ্দাম হোসেন. সেই পাসপোর্ট নং BY0934943; পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর সকালে পুলিশ সাদ্দাম হোসেনকে আদালতে হাজির করলে তিনি বিচারকের সামনে দোষ স্বীকার করেন। আদালত তাকে ৯ মাসের কারাদণ্ড দেন। দুপুরে জাতীয় দৈনিক বেরিতা হারিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
পত্রিকাটি আরও জানিয়েছে, সাদ্দাম হোসেন আরেক বাংলাদেশি প্রবাসী। হেলাল মিয়া ভ্যাকসিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন মাইসেজাহাতে, পাসপোর্ট সহ টিকা নিবন্ধনের জন্য একটি অনলাইন অ্যাপ। ১৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় ইউনিভার্সিটি ইসলাম মালয়েশিয়া কেন্দ্রে ভ্যাকসিন গ্রহণের সময় তাকে ধরা হয়। সে সময় সাদ্দামের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
উল্লেখ্য, করোনা মহামারী রোধে মালয়েশিয়ায় জনসাধারণকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। অভিবাসী শ্রমিকদের বলা হয়েছে যে সকল বৈধ ও অবৈধ প্রবাসীদের পাসপোর্ট থাকলেই তাদের বিনামূল্যে টিকা দেওয়া হবে। টিকা নিতে কোন ভিসা বা পারমিটের প্রয়োজন নেই।