মালয়েশিয়ার যেখানে চাকরি হবে না কোন প্রবাসীদের !!
মালয়েশিয়ার সবজি বাজারে বিদেশি কর্মী নয়, চাকরি দেয়া হবে স্থানীয়দের। দেশটির সরকারের এমন সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি বাজারে বহু বিদেশীকর্মীর উপস্থিতি সম্পর্কেও তারা ক্ষোভ প্রকাশ করেছেন।আবার কেউ কেউ সরকারের এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলছেন, বিদেশি শ্রমিকদের বাদ দিয়ে স্থানীয় শ্রমিক নিয়োগ করা হলে পুরো বাজার ব্যবস্থায় বিপর্যয় নেমে আসবে।
সম্প্রতি কুয়ালালামপুরের বৃহত্তম কাঁচাবাজার সেলায়াং ও এর আশপাশের ভবনগুলোতে অবৈধ অভিবাসীদের মধ্যে বিপুল সংখ্যক করোনাভা’ইরাসে আ’ক্রান্ত হয়। এরপরই বাজারে বিদেশি শ্রমিকদের কাজ করতে না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তার পরিবর্তে অগ্রাধিকারভিত্তিতে স্থানীয়দের দ্বারা কাজের ব্যবস্থা করা হবে।
দেশটিতে বৈধভাবে ২২ লাখের সঙ্গে আরও প্রায় ৩০ লাখ অবৈধ কর্মী কাজ করছে।সংশ্লিষ্টরা বলছেন, কাঁচাবাজারে কাজ করতে হলে অস্বাভাবিক পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত হতে হবে। যেমন- দুর্গন্ধ, নোংরা পরিবেশে দীর্ঘ সময় কাজ করে যাওয়া। স্বল্প বেতনে মাসিক বা সাপ্তাহিক ছুটি ছাড়াই টানা কাজ করা। স্থানীয় মালয়েশিয়ান নাগরিকরা বেশিদিন এ কাজ করতে পারবে না।