মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস !!
দক্ষিন-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের ১ লক্ষ ১০ হাজার পাসপোর্ট নবায়নের বিষয়টি শেষ করে এনেছে। খুব শিগগিরই দূতাবাসের ফেসবুক পেইজের মাধ্যমে পাসপোর্টগুলো বিতরণের ঘোষণা দেওয়া হবে।
তাই নিজেদের পেইজের সঙ্গে সংযুক্ত থাকার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ করেছে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।একই সঙ্গে দা’লাল চ’ক্র থেকে সাবধান থাকতে সতর্ক করা হয়েছে।মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া প্রবাসী সকল বাংলাদেশিদের জানানো যাচ্ছে- মালয়েশিয়ায় বর্তমানে বৈধকরণ কর্মসূচী `রিক্যালিব্রেশন’ চলমান থাকার প্রেক্ষাপটে পাসপোর্ট নবায়নের (রি-ইস্যু) জন্য গত ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত ডাকযোগে পাওয়া প্রায় এক লাখ দশ হাজার আবেদন দূতাবাস কর্তৃক গ্রহণ করেছে।
ওই পাসপোর্টের আবেদন রি-ইস্যুর জন্য সাভারে এনরোলমেন্ট কার্যক্রম পুরোপুরি শেষ হয়েছে।সেখানে আরও বলা হয়, বাংলাদেশ দূতাবাস কুয়ালালামপুর মাত্র তিন মাসের মধ্যে এই বিপুল সংখ্যক আবেদনের প্রক্রিয়াকরণ শেষ করছে।যা বিদেশে অবস্থিত বাংলাদেশের সকল দূতাবাসের যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ।করোনা মহামারি পরিস্থিতিতেও দূতাবাসের সীমিত জনবল ও লজিস্টিক নিয়ে রাতদিন একটানা অক্লান্ত পরিশ্রমের ফলে এ কাজ শেষ করা সম্ভব হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানায়, এই সকল পাসপোর্ট ঢাকা থেকে দ্রুত এনে বিতরণ করার জন্য দূতাবাস যথাযথ উদ্যোগ নিয়েছে।এ ব্যাপারে প্রবাসীরা যাতে দা’লাল চ’ক্রের প্র’রোচনায় প্র’তারিত না হয়, সে জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে।পাসপোর্ট হাতে পাওয়ার জন্য দূতাবাসের ফেসবুক পেইজের সঙ্গে সংযুক্ত থেকে পাসপোর্ট সেবা নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
সূত্রঃ কালের কন্ঠ