মালয়েশিয়ায় ভবন ধ্বসে বাংলাদেশি প্রবাসীর মৃ’ত্যু
মালয়েশিয়ায় কংক্রিটের দেওয়াল ধসে চাপা পড়ে বাংলাদেশি প্রবাসীর মৃ’ত্যু হয়েছে। সেলাঙ্গর প্রদেশের ফ্লোরা দামানসারা এলাকায় নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে এই ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার (২১ আগস্ট) ফ্লোরা দামানসারার জালান পিজেইউ-৮ এর নিকটবর্তী একটি নির্মাণাধীন ভবনে ওই বাংলাদেশি কাজ করছিলেন। কাজের সময় হঠাৎ কংক্রিটের দেওয়াল ধসে পরলে এতে চাপা পরে ঘটনাস্থলেই ওই বাংলাদেশির মৃ’ত্যু হয়। সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক নূর আজম খামিস জানিয়েছেন, সকাল ১১টা ৪৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮ সদস্যের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।
নিহত ওই বাংলাদেশির নাম মো. মনির হোসেন। মুন্সিগঞ্জের গজারিয়া থানার পোড়াচক বাউশিয়া গ্রামের আবদুল লতিফ বেপারী ছেলে মনির। বাংলাদেশি প্রবাসীর মৃ’ত্যুতে ওই ভবন নির্মাণে কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। এছাড়া পুলিশ ও দমকল বাহিনীর পক্ষ থেকে এ দু’র্ঘট’নার তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।