মাশরাফির অনুরোধ ফিরিয়ে দিলেন না কাদের !!
আজ দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শুদ্ধি অভিযান বন্ধ হয়ে যায়নি, চলছে। সাংবাদিকরা বলছেন, শুদ্ধি অভিযান স্মিথ হয়ে গেছে। কিন্তু অভিযান স্মিথ হয়ে যায়নি। যারা অপকর্ম করছে তারা নজরদারিতে রয়েছে, সময় মত ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’
এ সময় তিনি আরও বলেন, ‘অপকর্ম করে পার পাওয়া যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে ছাড় দেবেন না।’
সেতুমন্ত্রী বলেন, ‘বিতর্কিতদের দলে টানবেন না। হায়ার করে কাউকে আনার দরকার নেই। পেয়ার করে ও স্বজনপ্রীতি দেখিয়ে কাউকে কমিটিতে রাখা যাবে না। কোনো পকেট কমিটি করা যাবে না। অসংখ্য কর্মী আওয়ামী লীগে রয়েছে। দুঃসময়ের নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। তাদের জায়গা করে দিতে হবে।’
আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে চিত্রশিল্পী এসএম সুলতান মঞ্চে নড়াইল জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আবারও বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
এ সময় কাদের আরও বলেন, ‘দেশ এখন উন্নয়নের মহাসড়কে। শেখ হাসিনা আছে বলেই সীমান্ত বিজয়, সমুদ্র বিজয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন সম্ভব হয়েছে। শেখ হাসিনা আছে বলেই পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমানিবিক কেন্দ্র, ঘরে ঘরে বিদ্যুৎ, পায়রা সমুদ্র বন্দর নির্মাণ হচ্ছে। তিনি আছেন বলে নড়াইলের কালনা সেতু, বারইপাড়া সেতু, নড়াইল-ফুলতলা সড়কের প্রশস্তকরণ, নড়াইল-মাগুরা সড়ক প্রশস্তকরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে।’
এ সময় তিনি নড়াইলের কৃতি সন্তান ক্রিকেট তারকা মাশরাফির অনুরোধে নড়াইল শহরের প্রধান সড়ক ৪ লেনে উন্নীতকরণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান।
এর আগে আজ সকালে প্রথমে অতিথিবৃন্দ জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে মঞ্চে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য পীযুষ কান্তি ভট্যাচার্য।