আন্তর্জাতিক

মাসুদ বাহিনীর সাথে তালেবানের তুমুল সংঘর্ষ, অবশেষে পাঞ্জশি দখল নিলো তালেবান!

ব্যাপক সংঘর্ষের পর তালেবানরা আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ দাবি করেছে। টাইমস অব ইন্ডিয়া এবং এনডিটিভির খবর।

একজন তালেবান কমান্ডার বলেন, পুরো আফগানিস্তান এখন আমাদের নিয়ন্ত্রণে। সমস্যা সৃষ্টিকারীরা পরাজিত হয়েছে এবং পঞ্জশির এখন আমাদের নিয়ন্ত্রণে।

পাঞ্জশির উপত্যকা, আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৪৮ কিলোমিটার দূরে। এলাকাটি পাহাড়ি এবং দুর্গম হওয়ায় তালেবান প্রতিরোধ গোষ্ঠী খুবই সুবিধাজনক স্থানে ছিল। উপত্যকার রাস্তা খুবই সরু। হাজার হাজার তালেবান বিরোধী যোদ্ধা সেখানে অবস্থান করছিল।

প্রসঙ্গত, এলাকাটি এখনও এনআরএফের নিয়ন্ত্রণে ছিল। আফগান প্রতিরোধের নায়ক হিসেবে পরিচিত আহমদ শাহ মাসুদের পুত্র আহমদ মাসুদ এই গ্রুপটি প্রতিষ্ঠা করেছিলেন।

আহমদ শাহ মাসুদ ছিলেন একজন শক্তিশালী গেরিলা কমান্ডার। যিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। এরপর তিনি নব্বইয়ের দশকে বিদ্রোহী জঙ্গিদের বিরুদ্ধে আফগান সেনাবাহিনীর নেতৃত্ব দেন।

তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সত্ত্বেও ২০০১ সালে তার হত্যার আগ পর্যন্ত তিনি তালেবান শাসনের বিরুদ্ধে প্রধান বিরোধী কমান্ডার ছিলেন।

Jannat Tia

Hey! I'm Jannat Tia. Bangladeshi Content creator and Content writer. I would like to write about trending topic and news of National and International

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button