মাস্ক ব্যবহার না করায় ৫১ জনের জরিমানা !!
বার নাটোর শহরে মাস্ক ব্যবহার না করায় ৫১ জনের ৫ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ জানান, আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের স্বাধীনতা চত্বর (মাদ্রাসা মোড়) ও পুরাতন থানা মোড়ে দুইটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত মুখে মাস্ক ব্যবহার না করায় ৫১ জনের জরিমানা করেন।প্রশাসক বলেন, জনসাধারণ সচেতন না হওয়া পর্যন্ত প্রতিদিন শহরে এই অভিযান চলবে।
আজ দেশে আ’ক্রান্তের মধ্যে ৭১ শতাংশ পুরুষ, নারী ২৯, আরো জানুন…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভা’ইরাসে (কোভিড-১৯) আ’ক্রান্ত হয়েছেন দুই হাজার ৬৩৫ জন। আ’কান্তদের মধ্যে ৭১ শতাংশ পুরুষ আর নারী ২৯ শতাংশ। এ নিয়ে মোট আ’ক্রান্ত দেশে ৬৩ হাজার ০২৬ জন।
আজ শনিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আ’ক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৪৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫২১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন ১৩ হাজার ৩২৫ জন।
সূত্র- বিডি-প্রতিদিন