মাহফিলে হামলার বিষয়ে যা বললেন আজহারী !!
মিজানুর রহমান আজহারী একজন বাংলাদেশি ইসলামি পণ্ডিত, শিক্ষাবিদ, আন্তর্জাতিক ইসলামি বক্তা ও সমাজ সংস্কারক।আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ফেসবুকে একটা স্টাট্যাস শেয়ার করেছেন এবং সেখানে তিনি যা লিখেছেন তা হুবুহু উল্লেখ করা হলোঃ গুন্ডা থেকে জনপ্রতিনিধি! বাহ্ কি চমৎকার স্বীকারোক্তি! তাইতো ধর্মীয় মঞ্চে উঠে সন্ত্রাসী করার সাহস পায়।
মানুষকে মানুষ বানানো এতো সোজা না। আমি প্রায়ই বলে থাকি যে, গরুর পেট থেকে বের হলেই সেটা গরু হয়, ছাগলের পেট থেকে বের হলেই সেটা ছাগল হয় কিন্তু মানুষের পেট থেকে বের হলেই সেটা মানুষ হয়ে যায়না বরং সেটাকে মানুষ বানাতে হয়। কিন্তু এদেরকে মানুষ বানাবে কে? মানুষের মত, হাত, পা চোখ এবং কান থাকলেই কি সেটা মানুষ?
আল্লাহ তা’আলা যথার্থই বলেছেন: নিশ্চয়ই বহু জ্বীন ও মানুষ জাহান্নামে যাবে। কারণ ওদের অন্তর আছে কিন্তু তা দিয়ে বোঝার চেষ্টা করে না, চোখ আছে কিন্তু দেখার চেষ্টা করে না, কান আছে কিন্তু শোনার চেষ্টা করে না। ওরা পশুর মতো, বরং সত্যপথ সম্পর্কে পশুর চেয়েও অসচেতন। ওরাই হচ্ছে সত্যিকারের গাফেল।”[সূরা আ’রাফ, ১৭৯]