মাহাথিরের প’দত্যাগের পর কি ঘটবে ??
মাহাথিরের প’দত্যাগের পর কি ঘটবে তা এখন নির্ভর করছে সেদেশের রাজার ওপর।এতে সাংবিধানিক বিশেষজ্ঞ প্রফেসর ড. নিক আহমেদ কামাল নিক মোহাম্মদ বলেছেন, প’দত্যাগ করার আগে পার্লামেন্ট ভে’ঙে দেয়ার জন্য রাজাকে সুপারিশ করার কথা প্রধানমন্ত্রীর।
যদি সেই পরামর্শ করা না হয়ে থাকে এবং সংবিধানে যদি এ বিষয়ে সুস্পষ্ট কোনো উত্তর না থাকে তাহলে সামনে কি হবে তা নির্ভর করে রাজার ওপর। তিনি দেখবেন কোন দল বা কোন ব্যক্তি বা কোন রাজনৈতিক নেতার সংখ্যাগরিষ্ঠতা আছে পার্লামেন্টে।
তিনি আরো বলেন, মাহাথির মোহাম্মদের দল পার্তি প্রিভূমি বারসাতু মালয়েশিয়া যেহেতু ক্ষমতাসীন পাকাতান হারাপান ত্যাগ করেছে তাই জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ফলে এখন নতুন কোনো ব্লক রাজার কাছে এমনটা উপস্থাপন করতে পারে যে, তারা সংখ্যাগরিষ্ঠ। এটা করতে পারলে তারা নতুন প্রধানমন্ত্রী নিয়োগের অনুরোধও করতে পারবে রাজার কাছে।তবে রাজা চাইলে পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে নতুন করে নির্বাচন দিতে পারে দেশটিতে।