মা-মেয়েকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করলেন পূর্ণিমা !!
মা ও মেয়েকে নিয়ে ওমরাহ হজ পালন করেছেন নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। বৃহস্পতিবার রাতে পূর্ণিমা নিজেই তার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন মক্কা শরিফের ছবি।
পোস্ট করা ছবিটিতে দেখা যাচ্ছে, মেয়েকে কোলে নিয়ে কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। একটা সাদা রঙের বোরকা পরে আছেন ঢাকাই সিনেমার মিষ্টি নায়িকা পূর্ণিমা।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আল্লাহু আকবার’।এর আগে গত ৩০ ডিসেম্বর ওমরাহ হজ পালনের উদ্দেশে ঢাকা ছাড়েন পূর্ণিমা। তিনি জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৮ জানুয়ারি দেশে ফিরবেন নায়িকা।