মা হচ্ছেন ডিপজল কন্যা ওলিজা !!
গত বছর জুনে মেয়ের বিয়ে দিয়েছেন ডিপজল। ওলিজার স্বামীর নাম অর্পণ। তিনি পেশায় ব্যবসায়ী।পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ২৮ জুন বড় আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয় তাঁদের।
বাবার দেখানো পথেই এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন ওলিজা মনোয়ার। বাবা দেশের জনপ্রিয় অভিনেতা, প্রযোজক, প্রদর্শক মনোয়ার হোসেন ডিপজলের মতোই সিনেমা নিয়ে তাঁর ধ্যানজ্ঞান।
বিদেশ থেকে চলচ্চিত্র, টেলিভিশন, থিয়েটার আর প্রসথেটিক মেকআপের ওপর উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফিরেই চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছিলেন। ওলিজার বিয়ের পর ডিপজল বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। সিনেমাটির কাজ এই কারণেই বন্ধ ছিল। ‘ওলিজা মনোয়ার লন্ডন মেকওভার স্টুডিও’ নামে ঢাকায় তাঁর একটি প্রতিষ্ঠান রয়েছে।