মিজানুর রহমানের মাহফিল নিষিদ্ধের দাবিতে স্মারকলিপি !!
সম্প্রতি ড. মিজানুর রহমান আযহারীর ওয়াজ শুনে অনেক সনাতন ধর্মীয় মানুষ মুসলিম ধর্ম গ্রহন করেছেন। তবে বিভিন্ন কারণে সমালোচিতও হয়েছেন আযহারী। চাঁদপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে গেছে আযহারীর মাহফিল। তারই ধারাবাহিকতায় এবার নারায়ণগঞ্জের বন্দরে তাঁর ওয়াজ মাহফিল নিষিদ্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বন্দর এলাকাবাসীর পক্ষে মাওলানা গাজী মুহাম্মদ তামিম বিল্লাহ আল কাদরী স্মারকলিপি পেশ করেন।
জানা যায়, আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর মৌলভী মিজানুর রহমান আজহারী বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের মিনারবাড়ি এলাকার পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় ওয়াজ মাহফিলে আসার কথা রয়েছে।
এই বিষয়ে মাওলানা তামিম বিল্লাহ বলেন, ‘স্বাধীনতাবিরোধী সাঈদীর পক্ষে উস্কানিমূলক বক্তব্য দেয়ায় এবং ইসলামী বিষয়াবলীর অপব্যাখ্যা প্রদান করায় মিজানুর রহমান আজহারীকে বন্দরে আগমনের নিষিদ্ধের দাবি জানিয়ে বন্দর থানাসহ প্রশাসনের বিভিন্ন দফতরে স্মারকলিপি প্রদান করা হয়’।
তিনি আরও বলেন, শান্তিপ্রিয় এলাকাবাসী ও স্বাধীনতার পক্ষের জনগণ উস্কানিমূলক বক্তব্য প্রদানকারী মৌলভী মিজানুর রহমান আজহারীকে উক্ত মাহফিলে নিষিদ্ধ করতে প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।
সূত্রঃ বিডি২৪ রিপোর্ট