মিথিলা-ফাহমির ছবি ফেসবুক থেকে সরিয়ে ফেলতে হাইকোর্টের নির্দেশ !!
কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী মিথিলা ও পরিচালক ফাহমির বেশ কিছু অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়ে। যা রীতিমত ভাইরাল হয়ে যায়।
এরপর বেশ কয়েকটি নিউজ পোর্টাল মিথিলা-ফাহমির এসব ছবি নিয়ে নিউজ করে। এতে বেশ ক্ষেপে যান মিথিলা এবং আইনের আশ্রয় নেওয়ার কথা জানান তিনি।
এবার মিথিলা-ফাহমির ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অনলাইন পোর্টাল থেকে সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার এই নির্দেশ দেওয়া হয়েছে।
সেই সঙ্গে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের নিহত শিক্ষার্থী টুম্পার ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলতে নির্দেশ দেয়া হয়েছে।