মিথিলা-সৃজিতকে নিয়ে যা বললেন তসলিমা নাসরিন !!
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং কলকাতার খ্যাতিমান চিত্র পরিচালক সৃজিত মুখার্জী গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) কলকাতায় সৃজিতের বাসায় দুই পরিবারের কাছের লোকজনের উপস্থিতিতে বিয়ের যাবতীয় কাজ সম্পন্ন করে।
এই তারকা দম্পতির বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সেই আলোচনায় যোগ দিয়েছেন নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনও। আজ শনিবার (৭ ডিসেম্বর) তসলিমা নাসরিন ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে এই দম্পতিকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। তসলিমার স্ট্যাটাসটি বিডি২৪লাইভের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:
‘সৃজিতকে জানি তাঁর ছবি দেখে। মিথিলা সম্পর্কে কিছুই জানতাম না। কাল ফেসবুকে দুজনের বিয়ের খবর পড়ার পর মিথিলা কে সে তথ্য গুগল করে পেয়েছি। ব্যাপারটা চমৎকার। এই প্রেমটা। সৃজিত মিথিলার প্রেম। হিন্দু মুসলমানের প্রেম। শুধু প্রেমই নয়, বিয়েও। পুব আর পশ্চিমের মিলন। এসব যত বেশি ঘটবে, তত উড়বে ধর্ম, ঘুচবে সংস্কার, ছিঁড়বে কাঁটাতার, মরবে বিদ্বেষ।’