মিষ্টির বাক্সে পেঁয়াজ নিয়ে বাবার বাড়ি গেলেন নববধূ !!
সদ্য বিয়ে হয়েছে ময়মনসিংহের গফরগাঁওয়ে মার্জিয়া আক্তারের (ছদ্মনাম)। বিয়ের পর শ্বশুরবাড়িতে নতুন সংসার শুরু করেছেন নববধূ। স্বামীর ঘরে যাওয়ার পর নতুন জামাই ও মেয়েকে নিমন্ত্রণ করেন বাবা-মা, এটাই রীতি-রেওয়াজ। তিনিও স্বামীসহ দাওয়াত পেলেন যাকে তারা বলেন ‘ফিরতি দাওয়াত’।
বাবার বাড়িতে যাওয়ার সময় কিছু তো নেওয়াই দরকার, ভাবলেন মার্জিয়া। সাধারণত মিষ্টিই নেওয়া হয়। মিষ্টি নিলেন ঠিকই, তবে আরেকটি মিষ্টির বাক্সে নিলেন দুই কেজি পেঁয়াজ।
জানা গেছে, পৌর শহরের শিলাসী ফকির বাড়ি এলাকার গৃহবধূ মার্জিয়া আক্তার শনিবার রাতে ফিরতি দাওয়াতে উপজেলার পাঁচবাগ গ্রামে বাবার বাড়ি বেড়াতে যান।
এ সময় তিনি গফরগাঁও বাজার থেকে দুই কেজি মিষ্টি ও মাকে খুশি করার জন্য আরেকটি মিষ্টির খালি প্যাকেটে দুই কেজি পেঁয়াজ নিয়ে যান। তিনি বাজার থেকে ৪০০ টাকায় দুই কেজি পেঁয়াজ কিনেছেন।
এ ব্যাপারে গফরগাঁও বাজারের ব্যবসায়ী হুমায়ুন কবির বলেন, মাকে খুশি করার জন্য তিনি মিষ্টির সাথে ৪০০ টাকায় ২ কেজি পেঁয়াজ নিয়ে বেড়াতে গেছেন।