মিয়ানমার ও বাংলাদেশ বি’রোধ স্বামী-স্ত্রীর ঝ’গড়ার মতো !!
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চলমান বি’রোধকে স্বামী-স্ত্রীর ঝ’গড়ার সঙ্গে তুলনা করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক কারোসপনডেস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার বি’রোধ অনেকটা স্বামী-স্ত্রীর ঝ’গড়ার মতো। আর কোনও দম্পতি যদি তৃতীয় পক্ষের কাছে যান, তাহলে তাদের সম’স্যার সমাধান হয় না।চীন মিয়ানমারের রাখাইনে স’হিংসতা ব’ন্ধ এবং বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গাদের দ্রুত প্র’ত্যাবাসন চায় বলেও উল্লেখ করেন লি জিমিং।