মিয়ানমার থেকে একদিনেই বাংলাদেশে এলো ১৩৯৫ টন পেঁয়াজ !!
মাস পেরিয়ে গেছে দেশের বাজারে পেঁয়াজের অস্থিরতা। হু হু করে বাড়ছে এর দাম। সরকারও বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করছে। তারপরও যেন কমছে না পেঁয়াজের দাম।
বুধবার (২৭ নভেম্বর) টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে টনকে টন পেঁয়াজ ঢুকছে বাংলাদেশে। সৃষ্টি হলো মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির রেকর্ড, একদিনেই বাংলাদেশে এলো ১৩৯৫ টন পেঁয়াজ।
পেঁয়াজ আমদানিকারক এম এ হাশেম বলেন, দেশে পেঁয়াজের সংকট মোকাবেলায় মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। বাজারের চাহিদা মেটানোর জন্য পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে।
টেকনাফ স্থলবন্দর শুল্ক বিভাগ জানায়, মিয়ানমার থেকে এ বন্দর দিয়ে চলতি নভেম্বর মাসের ২৭ দিনে ১৯ হাজার ২৯২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
এছাড়া অক্টোবর মাসে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। এর আগে সেপ্টেম্বর মাসে আমদানি হয় ৩ হাজার ৫৭৩ মেট্রিক টন পেঁয়াজ এবং আগস্ট মাসে এসেছে ৮৪ মেট্রিক টন পেঁয়াজ।