মুক্তিযোদ্ধার স্ত্রীকে প্রধানমন্ত্রীর দেয়া সেই উপহার চুরি, অতঃপর…
২০১৭ সালের ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মোবাইল ফোন উপহার দিয়েছিলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শাহাপুর গ্রামের মরহুম আবদুল হক বীর বিক্রমের স্ত্রী ছুকেরা খাতুনকে।
গত ২১ নভেম্বর ২০১৯ তারিখে মুক্তিযোদ্ধা স্ত্রী ছুকেরা খাতুন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে গিয়ে সেখানে মোবাইলটি চুরি হয়ে যায়। পরে ছুকেরা খাতুন চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং র্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পকে জানান।
ঘটনার চারদিনের মাথায় রোববার (২৪ নভেম্বর) রাতে উপহারের এ মোবাইলটি উদ্ধার করেছে র্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা। র্যাবের হাতে উদ্ধার হওয়া আলোচিত সেই উপহারের মোবাইল সোমবার (২৫ নভেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধার স্ত্রী ছুকেরা খাতুনের হাতে ফোনটি তুলে দেয়া হয়।
র্যাব-৯ এর ক্যাম্পের অধিনায়ক এএসপি আনোয়ার হোসনে শামিম জানান, ফোনটি চুরি হওয়ার পর ছুকেরা খাতুনের ছেলে মো. আব্দুর রহিম বিষয়টি র্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদকে মোবাইল ফোনে জানায়। এসময় র্যাবের মহাপরিচালক ফোনটি উদ্ধার করে দেয়ার বিষয়ে আশ্বস্ত করেন।