মুজিব বর্ষের শ্রেষ্ঠ উপহার দেয়া হবে যুবাদের – প্রধানমন্ত্রী !!
যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপের স্বাদ পায় আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। যুব বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে, পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশের টাইগার যুবারা। স্বভাবতই, তাদের এ সাফল্যে উদ্বেলিত গোটা জাতি।
আত তাইতো যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হেরিয়ে শিরোপা জেতায় পর আবেগ ধরে রাখতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও । আনন্দে আত্বহারা হয়ে ঘোষনাও দিয়ে দেন, “দেশে ফিরলে তাদের দেয়া হবে সংবর্ধনা” । আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
শুধু তাই নয়, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জয় লাভ করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, কোচ, ম্যানেজার এবং সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এই খেলোয়াড়ী মনোভাব ধরে রেখে এভাবেই ভবিষ্যতে আমাদের এগিয়ে যেতে হবে।’