মুশফিক-তামিমকে টপকে র্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে নাঈম !!
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। বাংলাদেশ হারলেও এই সিরিজে বাংলাদেশের বড় প্রাপ্তি ছিল ওপেনার নাঈম শেখ। এই সিরিজ দিয়েই বাংলাদেশের টি-টোয়েন্টি জার্সিতে অভিষেক হয় নাঈমের।
আর অভিষেক সিরিজেই দুর্দান্ত খেলেছেন নাঈম। প্রথম ম্যাচে ২৬, দ্বিতীয় ম্যাচে ৩৬ ও সিরিজের শেষ ম্যাচে৪৮ বলে ৮১ রানের দারুণ এক ইনিংস খেলেন নাঈম। তিন ম্যাচে ৪৭.৬৬ গড়ে ১৪৩ রান করে সিরিজের সেরা ব্যাটসম্যান হয়েছেন তিনি। এই সিরিজে সর্বোচ্চ রান তার।
দুর্দান্ত খেলে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় সেরা অবস্থানে উঠে এসেছেন নাঈম। আজ আইসিসি নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর সঙ্গে যৌথভাবে ৩৮তম স্থানে আছেন নাঈম।
বাংলাদেশীদের মধ্যে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সবার উপরে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ২৯তম অবস্থানে রয়েছেন। সেরা পঞ্চাশের মধ্যে ৪১তম পজিশনে আছেন লিটন দাস। এছাড়া সৌম্য সরকার ৫১ ও মুশফিকুর রহিম ৫২তম পজিশনে রয়েছেন।