মুসলমানদের সহিংসতার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাস ঘেরাও !!
ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয়রা। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় তারা ওই বিক্ষোভে অংশ নেন।
ভারতীয় কনস্যুলেটের বাইরে এই বিক্ষোভ-প্রতিবাদে অংশ নেন শত-শত মা’র্কিন নাগরিক ভারতীয় বংশোদ্ভূত।তারা দিল্লিতে প্রতিবাদকারীদের ওপর হা’মলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন। কনস্যুলেটের সামনে জড়ো হয়ে, ‘শেইম!(লজ্জা!) বলে শ্লোগান দেন বি’ক্ষো’ভকারীরা।
কর্মকর্তারা কনস্যুলেট বিল্ডিং থেকে প্রস্থান করার পর বি’ক্ষুদ্ধ জনতা সেখানে প্রবেশের চেষ্টা করেন।সানা কুতুবউদ্দিন নামে একজন বি’ক্ষো’ভকারী বলেন, আমরা ক্লান্ত হয়ে পড়েছি (উই আর এক্সহোস্টেড)। তিনি ‘অ্যালায়েন্স ফর জাষ্টিস এন্ড অ্যাকাউন্টিবিলিটি’ নামের একটি সংগঠনের অ্যাক্টিভিস্ট। এই সংগঠনটি শুক্রবার ওই র্যালির আয়োজন করে।
অন্যান্য সিভিল সোসাইটি সংশ্লিষ্ট সংগঠন-যেমন, অ্যালায়েন্স ফর সাউথ এশিয়ানস অ্যাকশন, শিকাগো অ্যাগেইনেষ্ট হিন্দু ফ্যাসিজম এবং বে এরিয়া অন হিন্দু ফ্যাসিজমও এই বি’ক্ষোভে অংশ নিয়েছেন।