মুসলমানদের সুখবর দিলেন মমতা !!
বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, ‘আসামের মতোই নাগরিক তালিকা (এসআরসি) সারা ভারতেই করা হবে। হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ এবং খ্রিস্টান শরণার্থীদের আশ্বস্ত করতে চাই। সরকার আপনাকে ভারত ছাড়তে বাধ্য করবে না।’তবে মুসলিম শরণার্থীদের ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি।
অমিত শাহ মুসলিম শরণার্থীদের বিষয়ে কোনো মন্তব্য না করলেও, করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসি নিয়ে কেন্দ্রীয় সরকারকে এক হাত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, আর কোথাও যাই হোক না কেন, বাংলা মানবিকতা-সংস্কৃতির জায়গা। এখানে এনআরসি হবে না। কারও ভয় পাওয়ার দরকার নেই।
তিনি বলেন, ‘‘কিছু লোক বদমায়েশি করে এনআরসির নাম করে নানা ভাবে উত্যক্ত করছে আপনাদের। একটা কথা মনে রাখবেন, বাইরের আমদানি করা কোনও নেতার কথা বিশ্বাস করবেন না। সে হিন্দুই হোক, মুসলমানই হোক। বিশ্বাস করবেন আমরা যারা মাটিতে থেকে লড়াই করি, তারা আপনাদের পাশে আছি। বাংলায় এনআরসি হবে না। চিন্তা করার কোনও কারণ নেই। আপনারা প্রত্যেকে এ দেশের নাগরিক। একটা লোককেও এখান থেকে বিতাড়িত করতে দেব না।’’