মুসলিমদের ফের ‘সুখবর’ দিল মমতা !!
আসামের জাতীয় নাগরিক পঞ্জীতে ১৯ লক্ষ মানুষের নাম বাদ পড়ার পর এখন পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে এনআরসি নিয়ে আতঙ্ক। ভিড় জমেছে স্টেট আর্কাইভসে।
এমতাবস্তায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) ফের মুসলিমদের হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, যে কোন মূল্যে বাংলাদেশি মুসলিমদের তাড়ানো হবে।এদিকে, ভারতের কেরালা, পাঞ্জাব ও রাজস্থান রাজ্যের পর এবার বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রত্যাহারের দাবিতে বিধানসভায় প্রস্তাব পাস করেছে মমতার নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সোমবার সন্ধ্যায় পাস হওয়া ওই প্রস্তাবে সিএএ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট এনপিআর ও এনআরসি বাতিলের দাবিও জানানো হয়েছে।
বিধানসভায় পাস হওয়া ওই প্রস্তাব নিয়ে আলোচনায় মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন সংবিধান ও মানবতার পরিপন্থী। আমরা অবিলম্বে এই আইনের বাতিল চাই। একইসঙ্গে আমরা জাতীয় নাগরিক নিবন্ধন কার্যাক্রমও (এনপিআর) প্রত্যাহারের দাবি জানাচ্ছি।