মুসলিমদের বিক্ষো’ভ ঠেকাতে মরিয়া ভারতীয় পুলিশ !!
সিএএ এবং এনআরসি-র প্রতিবাদে প্রশাসনের যাবতীয় নিষেধাজ্ঞা উড়িয়ে গতকাল রাজধানীর রাজপথে নামেন কয়েকশো বিক্ষোভকারী। এদিকে আজ বেলা বাড়তেই চাণক্যপুরীর ডিপ্লোমেটিক এনক্লেভে পুলিশি তৎপরতার চিত্র।
প্রতিবাদে রুখতে সেখানে আসা বিক্ষোভকারী থেকে ব্যক্তিগত কাজে আসা আমজনতা কাউকে রেওয়াত করেনি নিরাপত্তা বাহিনী। আটক করা হয় শ’খানেক ব্যক্তিকে। এদিন বাড়ি ফিরবেন বলে অপেক্ষমাণ ব্যক্তিকে ঠেলে তোলা হল বাসের ভিতরে! হাসপাতালে যাচ্ছিলেন এক তরুণ, তাঁকে বলা হল, ‘‘আগে বাসে ওঠো, তার পরে কথা!’’