মুসলিম বি’শ্বকে ধ্বং’স করতে নতুন যে পদক্ষেপ নিল যু’ক্তরাষ্ট্র-ই’সরায়েল !!
বা’গদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মা’র্কিন বিমান বাহিনী একপাক্ষিক হা’মলা চালিয়ে ই’রানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস্ বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সো’লাইমানিকে হ’ত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।
এমতাবস্তায়, ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানায়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শক্তি বাড়িয়ে চলা ই’রানসহ মুসলিম বি’শ্বকে যে করেই হোক থামাতে চায় যু’ক্তরাষ্ট্র ও ই’সরায়েল। এজন্য নতুন পদক্ষেপে সম্মত হয়েছে দেশ দুটি।
নতুন পদক্ষেপ অনুযায়ী, সিরিয়ায় ইরানিদের ওপর হামলা চালানোর দায়িত্ব নিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইরাকে ইরানিদের ওপর হামলা চালানোর দায়িত্ব নিয়েছে যুক্তরাষ্ট্র। এভাবেই সিরিয়া ও ইরাক থেকে ইরানের কার্যক্রম বন্ধের পরিকল্পনা করেছে ওয়াশিংটন।